ভিশন: বাংলাদেশ শিশু একাডেমী বাংলাদেশের শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য প্রতিষ্ঠিত র্শীষস্থানীয় জাতীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠনে শিল্প সাহিত্য সংগীত চারুকলা বিজ্ঞানসহ সংস্কৃতির নানা শাখায় দেশব্যাপী বহুবিধ কায ক্রমের মাধ্যমে শিশুদের মেধা মনন ও বুদ্ধি চর্চা করায় এই প্রতিষ্ঠানের উদ্দ্যেশ্য।
মিশন: শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং দেশের বিত্তবান শিশুসহ সুবিধাবঞ্চিত দুঃস্থ শিশুকে সামাজিক নিরাপত্তা কমসূচির অন্তভূক্ত করা। জাতীয় শিশু উন্নয়ন নীতি 2011এর আলোকে দেশের সকল শিশুকে তার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন কমপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শিশুদের মেধা মনন ও বুদ্ধিবৃত্তি চচার উদ্দেশ্যে দেশের ভবিষ্যত যোগ্য সুনাগরিক হিসাবে গড়ে তেলার কাযক্রম গ্রহণসহ শিশুদের প্রতিভা বিকাশ সাধনের লক্ষ্যে জেলা পর্যায়ে নৃত্য, সংগীত,চিত্রাংকন ও আবৃত্তি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যোগ্য শিল্পী হিসেবে গড়ে তোলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS